বগুড়ায় ৩৫ বস্তা সরকারি চালসহ গ্রেফতার ১
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ২১:৩১
বগুড়ায় ৩৫ বস্তা সরকারি চালসহ গ্রেফতার ১
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৩৫বস্তা সরকারি চাল সহ একজন গ্রেফতার করেছে থানা পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সরকারি মোড়ক সমেত পৌর এলাকায় হিন্দুকান্দি একটি বাড়িতে থানা-পুলিশ ও খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে চাল জব্দ করে এবং এই চাল ক্রয় করার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীর নাম জাহিদুল ইসলাম(৩৮) সে পুর্ব হিন্দুকান্দি এলাকার জয়নাল সরদারের ছেলে। 


পরে জব্দকরা চাল থানায় নেওয়া হয় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।


এস আই নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত এই সরকারি চাল ক্রয় বিক্রয় করে আসছিলো। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। 


এই ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে সাথে নিয়ে আমরা অভিযান চালিয়ে চাল ও আসামী কে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামী কে আদালতে সোপর্দ করার প্রস্ততি নেওয়া হচ্ছে।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com