ভালুকার সফল উদ্যোক্তা মামুন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৫:২৬
ভালুকার সফল উদ্যোক্তা মামুন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জিআই তার তৈরি করে সফলতা পেয়েছেন ভালুকা উপজেলার মামুন। বিশ থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করেন জিআই তারের নেট তৈরি কাজ। উপজেলার ধীতপুর ইউনিয়নের মীর বাড়ীর মৃত মীর গোলাম রব্বানীর ছেলে। এইচ এসসি পাস করে বিএ ভর্তি হয়ে আর পড়াশোনা আর হয় নি।


পুকুরে মাছ চাষ ও লেয়ার মুরগী পালন করে অর্থনীতিক ভাবে লোকসানের মুখে পরেন। তিন চার বছর কোন ব্যবসায় হাত দেওয়া সম্ভব হয় নি। হতাশাগ্রস্ত ভাবে দিন যাপন চলছিল। এক পর্যায়ে ইউটিউবে দেখতে পান জিআই তারে নেট তৈরি মেশিন কিনতে পাওয়া যায় স্বল্প টাকায়। নিজের উদ্যম আর সাহসিকতাকে কাজে লাগাতে ছুটলেন।
চাপায়নবাগঞ্জ থেকে তারের নেট তৈরি মেশিন ক্রয় করে। সেখানে কয়েক দিন থেকে শিখলেন কিভাবে মেশিন দিয়ে তারের নেট তৈরি করা হয়। নিজ ঘরের বারান্দায় মেশেনি বসিয়ে তারের নেট তৈরির কাজ শুরু করেন।


তরুন উদ্যোক্তা মামুন বলেন, নেট তৈরির মেশিন দেখার জন্য আশপাশের এলাকা থেকে মানুষ এসেছে। জিআই তার দিয়ে ক্ষেত খামারের বেড়া হয়, এমন ভাবনা গ্রামের মানুষ ভাবতে পারে নি। প্রথমে আমি জিআই তারের নেট তৈরি করে আমার বাগানের বেড়া দেই। আমি ৬ থেকে ৭ মাস নেট তৈরি অর্ডার পাইনি। লিফলেট এর মাধ্যমে গফরগাঁও, ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ জেলাসহ বিভিন্ন জেলা ও দোকানের দেয়ালে লিফলেট লাগিয়ে অনলাইনে প্রচারনা করি। প্রচারনার ফলে অনেক মানুষ নেট তৈরির অর্ডারের জন্য ফোন করেন। আবার কেহ আসত দেখার জন্য। বর্তমানে সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন হয়। অর্ডার বেশি হলে লাভ বেশি হয়। আমার নেট তৈরির কারখানায় নেট বুনানোর জন্য দরিদ্র পরিবারে স্কুল পড়োয়া ছাত্র-ছাত্রী অবসর সময়ে কাজ করে তাদের লেখা পড়ার খরচ চালাচ্ছে। করোনাভাইরাসের সময় কাজ কমছিল, আর বর্তমানে তারের দাম বেড়ে যাওয়ায় নেটের অর্ডার কম আসে। দেশের যে কোন প্রান্ত থেকে জিআই নেটের জন্য অর্ডার নেওয়া হয়। কুরিয়ার পরিবহনের মাধ্যমে নেট পৌঁছে দেওয়া হয়। সরকারি ভাবে অর্থনৈতি সু নজর দেওয়া হলে প্রতিষ্ঠানের কাজের পরিধি আরও বড় করে অনেক বেকার ও দরিদ্র মানুষের কাজের যোগান দিতে পারবো।


নেট বুনানোর কাজে আসা কয়েকজন জানান, নেট বুননো সহজ আমরা হাত দিয়ে বুনানোর কাজ করি। আমরা স্কুল বন্ধ ও অবসর সময়ে কাজ করি।
এতে করে আমাদের খাওয়া ও লেখাপড়ার খাতা-কলম কেনার টাকা হয়ে যায়।


নেট কিনতে আসা মো. ফয়সাল বলেন, বাড়ীর আঙিনাই স্থায়ী ভাবে বেড়ার জন্য জিআই নেট ভাল। আমরা অনেক দূর থেকে নেট জালের অর্ডার দিয়েছি। ভালো জিআই তারের বেড়া ১০ থেকে ১৫বছরে কিছুই হয় না।


বিবার্তা/সাজ্জাদুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com