
পিরোজপুরের কাউখালীতে স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বিভিন্ন বাগান পরিদর্শন করেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধিদল।
২৬ এপ্রিল, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালীর গান্ডতা গ্রামে মীর জিয়ার মাল্টা বাগান, সুমাইয়ার ড্রাগন বাগান, ফরিদের আম বাগান, লাঙ্গুলী গ্রামের বসত বাড়ির আঙিনায় পুষ্টি বাগান ও ভার্মিকপোষ্ট ও কৃষি উদ্যোক্তা ফরিদের সুপারি গাছের খোল থেকে প্লেট বানানো কারখানা পরিদর্শন করেন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হামিদুর রহমান, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, কাউখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন প্রমুখ।
শেষে লাঙ্গুলী গ্রামে কৃষি উদ্যোক্তা ফরিদের পরিবেশবান্ধব পণ্যে সুপারির খোল থেকে তৈরি নিত্য প্রয়োজনীয় বাসনকোসন তৈরির
কারখানা পরিদর্শন এবং এ উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধি দল। এ সময় তারা এ পণ্যে বিদেশে রফতানির ব্যাপারে আগ্রহ প্রকাশ
করেন।
এসময় বিভিন্ন কৃষি বিভাগের কর্মকর্তা, ও কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।
বিবার্তা/রবিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]