রামগতির চর আলগীতে নৌকার জয়
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১০:৪৭
রামগতির চর আলগীতে নৌকার জয়
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র ৯৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন চৌধুরী লিটন বিজয়ী হয়েছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।


নৌকা প্রতীকে ৩৭০৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু আনারস প্রতীকে পেয়েছেন ৩৬২২ ভোট।


এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও তিনজন প্রতিদ্বন্ধীতা করেছেন। এদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ২১৪০ ভোট এবং চশমা প্রতীকে মো. নুরুল ইসলাম পেয়েছেন ১৩৪৩ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী নাদিয়া সুলতানা মিলি টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট।


রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কাজী হেকমত আলী ১৬ মার্চ, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।


চর আলগী ইউপি নির্বাচনে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩৬১০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২১১১ এবং নারী ভোটার ১১৪৯৯ জন। নির্বাচনে ১১০৮২ জন ভোটার ভোট দিয়েছেন।


বিবার্তা/সুমন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com