কুড়িগ্রামে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ২০:৪৮
কুড়িগ্রামে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রমজান মাসকে ঘিরে কুড়িগ্রামের বাজারগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার তদারকি দল। ১১ মার্চ, শনিবার দুপুরে কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


এসময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার,মজুদ পরিস্থিতি,বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা দেখাতে না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের চাল ব্যবসায়ী হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনাকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন,'রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি আমরা নিয়মিত অব্যাহত রাখবো। রমজানে সাধারণ ভোক্তারা যাতে বেশি দাম দিয়ে পণ্য না কেনেন সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।'


সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান,সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com