গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬ জনের পরিচয় মিলেছে
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ২২:০৯
গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬ জনের পরিচয় মিলেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ১৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।


মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।


নিহতরা হলেন :
০১. মো. সুমন (২১), পিতা মমিন, ১ নং সুরি টোলা, বংশাল ঢাকা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। তার বাবা মমিন জানান, মাত্র ১০-১২ দিন আগে সে কাতার থেকে দেশে ফিরেছেন।


০২. ইসহাক মৃধা (৩৫), পিতা মৃত দুলাল মৃধা। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাজির হাট থানার চর সন্তোষপুর গ্রামে। থাকতেন ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর ২ নং রোডে। ইসহাক ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।


০৩. মুনসুর হোসেন (৪০), পিতা মোশাররফ হোসেন। নিহতের বাড়ি যাত্রাবাড়ীর পশ্চিমপাড়ায়।


০৪. মো. ইসমাইল (৪২), পিতা মৃত মো. হোসেন আলী। নিহতের বাড়ি আলু বাজারের ৯৭ লুৎফর রহমান লেনে।


০৫. আল আমিন (২৩), পিতা বিল্লাল হোসেন। নিহতের বাড়ি চাঁদপুরের মতলবের পশ্চিম লালপুর। আল আমিন বিবিএ শিক্ষার্থী বলে তার বড় ভাই হাবিবুর রহমান জানান।


০৬. রাহাত (১৮), পিতা জাহাঙ্গীর আলম। নিহতের বাড়ি কেরানীগঞ্জের দক্ষিণ চৈনকুটিয়ায়।


০৭. মমিনুল ইসলাম (৩৮), পিতা আবুল হাসেম। নিহতের বাড়ি চক বাজারে।


০৮. নদী বেগম (৩৬), স্বামী মৃত মমিনুল ইসলাম। নদীর বাড়ি চক বাজারে।


০৯. মাঈন উদ্দিন (৫০), পিতা মৃত ছমির উদ্দিন আকন। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ সদর।


১০. নাজমুল হোসেন (২৫), পিতা ইউনুছ হোসেন। নিহতের বাড়ি ঢাকার বংশাল।


১১. ওবায়দুল হাসান বাবুল (৫৫), পিতা মৃত শেখ সাহেব আলী। নিহতের বাড়ি মানিকগঞ্জ সদরে।


১২. আবু জাফর সিদ্দিক (৩৪), পিতা মৃত মোজাম্মেল হক। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায়।


১৩. আকুতি বেগম (৭০), স্বামী মৃত আনোয়ারুল ইসলাম। নিহতের বাড়ি ঢাকার বংশালে।


১৪. মো. ইদ্রিস মির (৬০), পিতা মৃত কালাচান মির। নিহতের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে।


১৫. নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫), পিতা মৃত আলি মোহাম্মদ ভূঁইয়া। নিহতের বাড়ি যাত্রাবাড়ীতে।


১৬) হৃদয় (২০), নিহতের বাড়ি ঢাকার বংশাল।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com