পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০১:৫১
পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের ঘটনায় জাহিদ হাসান (২৩) নামের আরও এক তরুণ নিহত হয়েছেন। নিহত জাহিদ আহমদিয়া সম্প্রদায়ের বলে জানা গেছে। তাঁর বাড়ি নাটোরের বনপাড়া এলাকায়। বিক্ষোভকারীরা তাঁকে করতোয়া নদীর ধারে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশের চৌধুরী।


পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


দুপুরের দিকে সংঘর্ষ চলাকালে আরিফুর রহমান (২৮) নামের এক তরুণ নিহত হন। তাঁর মাথায় গুলি লেগেছিল। সংঘর্ষ চলাকালে পুলিশের ৯ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিক্ষোভকারীদের হামলায় বিদ্যুতের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বেশির ভাগ জায়গায় রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


শুক্রবার রাত পৌনে আটটার দিকে বিক্ষোভ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শহরে এখনো পুলিশ, বিজিবি ও র‍্যাব টহল দিচ্ছে। রাত ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এদিকে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা অনিবার্য কারণবশত বন্ধ করা হয়েছে বলে শহরে মাইকিং করছে জেলা ও পুলিশ প্রশাসন। মাইকিংয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।


পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com