গোয়ালন্দ চর থেকে অপহৃত রজব উদ্ধার
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২০:৪২
গোয়ালন্দ চর থেকে অপহৃত রজব উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে ৫ কিলোমিটার দূরে পদ্মার চর থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম রজব আলী (৪২)। তাকে পাবনার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে অপহরণ করা হয়।


বুধবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মার চর থেকে তাকে উদ্ধার করে।


বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত রজব আলীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কিছু অজ্ঞাত ব্যক্তি রজব আলীকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে রজব আলীকে খোঁজাখুজি করে পরিবারের সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯ এ ফোন করে রজবের ব্যাপারে তথ্য দেয়।


তথ্য পেয়ে তাৎক্ষণিক গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে অবগত করেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে ফেরিঘাটের অদূরে একটি পদ্মার চর থেকে তাকে উদ্ধার করে।


দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবীর অপহৃত রাজব আলীকে উদ্ধারের বিয়ষটি নিশ্চিত করেন।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com