ডিএমপি সব পুলিশ ইউনিটের রোল মডেল: খন্দকার গোলাম ফারুক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫
ডিএমপি সব পুলিশ ইউনিটের রোল মডেল: খন্দকার গোলাম ফারুক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) বাংলাদেশের সব পুলিশ ইউনিটের রোল মডেল আখ্যায়িত করেছেন কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি যেমন পারদর্শী, তেমনই বিভিন্ন খেলাধুলায়ও আমরা চ্যাম্পিয়ন।


বুধবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে পিওএম পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উল্লেখ্য, এবারের পুলিশ সপ্তাহে শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জনকারী, যৌথ মেট্রো কন্টিনজেন্টে অংশগ্রহণকারী সব পুলিশ সদস্য ডিএমপিতে কর্মরত। তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিএমপিকে নিয়ে গর্ববোধ করেন খন্দকার গোলাম ফারুক।


ডিএমপি কমিশনার বলেন, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। নিজেদের সুস্থ্য রাখতে নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প নেই।


বিবার্তা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com