হাজীগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা, উদ্বোধন করলেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯
হাজীগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা, উদ্বোধন করলেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের হাজীগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।


মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেল-এর মহাপরিচালক, আইইবি'র (ঢাকা সেন্টার)  নব নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।



বইমেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে সাফিউল বাসার রুজমন ও কামাল হোসেন এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজকর্মী ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ৯নং গন্ধব্যপুর উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনসহ অনেকে।


অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি  আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও পাওয়ার সেলে মহাপরিচালক, আইইবি'র (ঢাকা সেন্টার)  নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


উল্লেখ্য, হাজীগঞ্জের এবারের বইমেলা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননু' স্মরণে উৎসর্গ করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com