স্কুলছাত্রকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায়ে চালকের ২ বছরের কারাদণ্ড
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮
স্কুলছাত্রকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায়ে চালকের ২ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায়ে ট্রাক চালক বাদশা শেখকে (৩৯) দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন


দণ্ডপ্রাপ্ত আসামী বাদশা শেখ কুষ্টিয়ার কবুরহাট জগতি এলাকার মজিবর শেখের ছেলে।


আদালত সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্র আমির হামজা (১৩) বাইসাইকেল যোগে কবুরহাট বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে নিহতের পিতা সোহেল রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ মো. মেহেদী হাসান তদন্ত শেষে ট্রাক চালক বাদশা শেখকে আসামি করে ২০২১ সালের ৩১ মার্চে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


বিবার্তা/শরীফুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com