ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ব্যবসায়ী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩০
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ব্যবসায়ী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের রেল স্টেশনের ঘারিন্দায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সীমান্ত সরকার পরিমল (৪৭) নামে ব্যবসায়ী আত্মহত্যা করেছে।


শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সীমান্ত সরকার পরিমল টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ার এলাকার মৃত পলান সরকারের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিমল টাঙ্গাইল শহরের ছয়আনি বাজারে ‘সীমান্ত সুইটস’ নামের একটি দোকানের মালিক ছিলেন। এক নারীর সঙ্গে পরিমলের পরকীয়া প্রেম চলছিল। এ কারণে স্ত্রীর তার দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়ে তিন বছর আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান।


আত্মহত্যার আগে পরিমল তার ফেসবুক প্রোফাইলে তার মৃত্যুর জন্য এক নারী ও এক পুরুষকে দায়ী করে স্ট্যাটাস দেন। এছাড়াও ব্যবসার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে দুশ্চিন্তায় ছিলেন। কয়েকজন পাওনাদার তাকে টাকার জন্য চাপ দিয়েছিল।


টাঙ্গাইলের ঘারিন্দার রেল স্টেশনের সহকারী রেল মাস্টার আব্দুল আলিম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ঘারিন্দা স্টেশনে এসে পৌঁছায়। ৫ মিনিটি অপেক্ষার পর। ট্রেনটি যখন ঢাকা অভিমুখে যাচ্ছিল। তখন স্টেশন থেকে ১০০ গজ দূরে গিয়ে সীমান্ত সরকার পরিমল ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com