কাউখালীতে তিন আওয়ামী লীগ নেতা’র স্মরণে সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৩
কাউখালীতে  তিন আওয়ামী লীগ নেতা’র স্মরণে সভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহামুদ, সাবেক সহ-সভাপতি চিত্ত রঞ্জন পালের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে কাউখালী উপজেলা আওয়ামী লীগ। এতে সদ্যপ্রয়াত তিন আওয়ামী লীগ নেতার  স্মরণ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক,পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খান মো.আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  দেলোয়ার হোসেন তালুকদার, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহামুদ খান খোকন,যুগ্ন-সাধারন সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী প্রমূখ।


স্মরণসভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মিঠু, সুলতান মাহামুদ,ও চিত্ত রঞ্জন পাল আপাদমস্তক ও নির্মোহ রাজনীতিক।তারা রাজনীতিকে কখনও অর্থবিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। দলের সকল স্তরের নিবেদিত  প্রাণ নেতাকর্মীদের সাথে তাদের নিবিড় সখ্যতা ছিল।


তাই তাদের অভাব কখনো আমরা মুছতে পারবো না। তারা দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।


বিবার্তা/রবিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com