কক্সবাজারে ২২ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭
কক্সবাজারে ২২ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার বাসটার্মিনাল এলাকা থেকে ২২ মামলার আসামী শাহ আলম সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। 


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোহাম্মদ আবু সালাম চৌধুরী। 


আটক মো. শাহ আলম (৩৫) টেকনাফ হ্নীলা রঙ্গীখালী গাজী পাড়া এলাকার আব্দুল মজিদ এর ছেলে।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দেড় টার দিকে শহরের বাসটর্মিনাল এলাকা থেকে আটক করা হয়।


র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, আটক শাহ আলম ২০১২ সাল থেকে টেকনাফ এলাকায় একটি সংক্রিয় ডাকাত গ্রুপ প্রতিষ্ঠা করে। সে গ্রুপের দলনেতা হিসেবে কক্সবাজার টেকনাফ সহ বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ০৪ টি হত্যা, ০২ টি অপহরণ, ০৫ টি অস্ত্র, ১ টি ডাকাতি, ০৪ টি মাদক, ৩ টি সরকারি কাজে বাধা, ০২ টি মারামারি ০১ টি নারীও শিশু নির্যাতন ও সর্বমোট ২২ মামলার আসামী সে এবং ৮ টি পরোয়ানাভুক্ত আসামী। আটকের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 


বিবার্তা/তাফহীমুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com