'আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন হবে শিক্ষার্থীরা'
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৬
'আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন হবে শিক্ষার্থীরা'
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন হবে শিক্ষার্থীরা।বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


সংসদ সদস্য শাওন আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল শেখ হাসিনা।


দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন এবং দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনজুর/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com