টাঙ্গাইলে মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩
টাঙ্গাইলে মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ। পরে জিম্মি করে শারিরীক নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে পাঠিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া হয়। এমন চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।


১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোররাতে ঢাকার নয়াপল্টন এলাকা থেকে হাফিজুর রহমান নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।


টাঙ্গাইলে র‌্যাব -১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত ৩ জানুয়ারি মানব পাচারকারী চক্রের হোতা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামের হাফিজুর রহমান ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিটন নামের এক ব্যাক্তিকে লিবিয়া পাঠায়। সেখানে হাফিজুরের সহযোগীরা লিটনকে জিম্মি করে মারধর করে এবং তার বাবাকে ফোন করে তিন লাখ ২৫ হাজার টাকা পাঠিয়ে দিতে বলে। তাদের কথামত দাবিকৃত টাকা পরিশোধ করা হয়। পুণরায় গত ৯ ফেব্রæয়ারি লিটনকে বেধড়ক মারপিটের ভিডিও পাঠিয়ে আরো ১৩ লাখ টাকা দাবি করে।


তিনি আরও জানান, এ ঘটনায় লিটনের বাবা বাদি হয়ে ঘাটাইল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে র‌্যাব অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


বিবার্তা/বাবু/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com