ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:২৫
ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন যুথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।


ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের কৃষক তোফায়েল হোসেনের স্ত্রী যুথী আক্তার। এক সাথে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশি এ দম্পতি। আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে মিষ্টিমুখ করছেন তারা। বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালেও ভীড় করছেন উৎসুক জনতা।


আনন্দে আত্মহারা হওয়া তোফায়েল হোসেন বলেন, বিয়ে হওয়ার তিন বছর পর আমার এই তিন সন্তান। এর আগে বিয়ের এক বছরের মাথায় একটা মেয়ে হয়েছিল। দুই মাস বয়সে মারা গেছে। তখন থেকে আমরা মানসিকভাবে ঠিক থাকতে পারছিলাম না। আমি আর আমার বউ দুজনে ভেঙে পরেছিলাম। আজকে আমাদের কোল ভরিয়ে দিলেন আল্লহ। আমরা সকলে অনেক খুশি।


ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাদিজা করিম বলেন, এক সাথে তিন সন্তানের জন্ম হয়েছে। তার মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। মা ও বাচ্চারা সুস্থ রয়েছে। বাচ্চাদের ওজনও বেশ ভালো।


বিবার্তা/বিধান/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com