বালু-মহাল বন্ধের দাবিতে কৃষদের মানববন্ধন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮
বালু-মহাল বন্ধের দাবিতে কৃষদের মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লাললমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়ার প্রায় ৩৫০ একর ফসলি জমিতে বালু-মহাল বন্ধের দাবিতে স্থানীয় ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন করেছেন। এ সময় প্রায় দু' শতাধিক কৃষক মানববন্ধনে অংশগ্রহন করেন।


শনিবার দুপুরে উপজেলার উত্তর পারুলিয়া চরে স্থানীয় কৃষকরা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন করেন।


উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, স্থানীয় কৃষকদের মধ্যে হুমায়ুন কবির, মনিরুজ্জামান, দেবাশীষ রায়, জাদু মিয়া, শফিকুল ইসলাম, ইব্রাহীম, দেলোয়ার হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, এখানে আমাদের অনেকের বসতভিটে রয়েছে। এছাড়া তিস্তা নদীর জেগে উঠা চরে ভুট্টা, মরিচ, পিঁয়াজ, আলু, রসুনসহ নানাবিধ ফসল ফলানো হয়। যা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে রয়েছি। কিন্তু ওই জমিতে বালু-মহাল করা হলে আমরা পথে বসে যাবো। ১৯৪০ ও ১৯৬২ সালের রেকর্ড মূলে ওই জমির মালিক আমরা। কিন্তু তথ্য ভুল করে স্থানীয় প্রশাসন ১৯৯০ সালের রেকর্ডে ১নং খাস খতিয়ানভুক্ত করেছে। ওই জমিতে বালু-মহাল করার প্রক্রিয়া বন্ধ ও রেকর্ড সংশোধনের দাবি করছি।


এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লোকমান হোসেন বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে বিআরএসে খাস খতিয়ানভুক্ত তিস্তার চরাঞ্চলের কয়েকটি স্থানে বালু-মহাল করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে স্থানীয় কৃষকদের আপত্তি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


বিবার্তা/তমাল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com