নোয়াখালীতে পাওনা টাকা নিয়ে মারধরে নারীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:০২
নোয়াখালীতে পাওনা টাকা নিয়ে মারধরে নারীর মৃত্যুর অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পাওনাদারের মারধরে নূর নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যুুুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।


১২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার (১১ জানুয়ারি) বিকেলে একই উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত নূর নাহার একই উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোড়াপুর গ্রামের সামছুল হকের স্ত্রী।


নিহতের বড় ছেলে রুবেল জানান, গত ৪ থেকে ৫ বছর আগে তার বাবা আগে বিস্কুট বেকারি থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রি করতেন। তখন তার বাবা কাদির হানিফ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মহিনের (৩৫) এর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। কিন্তু মহিন বর্তমানে ৩০ হাজার টাকা পাওনা বলে দাবি করে আসছে। এই ঘটনার জের ধরে মহিন সন্ত্রাসী ভাড়া করে মাইজদী হাউজিং এলাকা থেকে তার ছোট ভাই বিপ্লবের রিকশা আটক করে নিয়ে যায়। পরে গতকাল বুধবার বিকেলের দিকে তার নূর নাহার রিকশা উদ্ধার করতে মহিনের বাড়িতে যান। সেখানে মহিনের পা ধরে নূর নাহার রিকশা ফেরত চায়। একপর্যায়ে মহিনের সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মহিন ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধর করে। এতে তার মা অসুস্থ হয়ে পড়লে মহিন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর নাহারকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের সুরতাল রিপোর্ট হাতে আসলে বলা যাবে কি কারণে মারা গেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আমরা মামলা নেব।


বিবার্তা/সুমন/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com