টেকনাফে স্বর্ণের বার ও কারেন্ট জালসহ যুবক আটক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১২:০০
টেকনাফে স্বর্ণের বার ও কারেন্ট জালসহ যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বেড়ীবাঁধ এলাকা থেকে ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জালসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।


বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ-২ বিজিবি শাহপরীরদ্বীপ বিওপির সদস্যরা তাকে গ্রেফতার করে।


তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নে শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওর্য়াড উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে মো. ইয়াছ নুর (২২)


বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে একটি বড় স্বর্ণের চালান নাফনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে বুধবার রাত ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ থেকে আনুমানিক ৭০০ গজ উত্তর দিকে ওবিএম পোস্ট এলাকায় ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা।


এ সময় নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে কেওড়া বাগানের ভেতর দিয়ে এক যুবককে বেড়ীবাঁধ উঠতে দেখেন তারা। টহল দল তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় জাল ও টেপ দিয়ে মোড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং ৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে বেল্টটি খুলে ২০টি স্বর্ণের বার মেলে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম।


বিজিবির অধিনায়ক আরও জানান, আটক যুবকের স্বীকারোক্তিমতে উক্ত স্বর্ণ পাচারের সঙ্গে আরও ২ চোরাকারবারী জড়িত রয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে অভিযানে উদ্ধার কারেন্ট জাল টেকনাফ কাস্টমস অফিসে ও স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে।


আটক যুবকসহ জড়িত আরও দুজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।


বিবার্তা/তাফহীমুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com