ওজনে কম ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:২৪
ওজনে কম ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


১১ জানুয়ারি, বুধবার দুপুর থেকে বিকেল পযর্ন্ত কর্ণফুলীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) পিযুষ কুমার চৌধুরী ।


অভিযানে ওজনে কম দেওয়ায় কর্ণফুলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে মইজ্জ্যারটের আল মক্কা হোটেলকে ৫০ হাজার টাকা, গরুর মাংস বিক্রয়কালে পরিমাপে কম দেওয়ায় পুরাতন ব্রিজঘাট এলাকার মেসার্স খাজা মাংস বিতানকে ২০ হাজার টাকা, একই অপরাধে বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।


ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বাজারে ভেজাল খাদ্য ও যানজট দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জাহেদ/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com