কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫১
কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, কন-কনে ঠাণ্ডায় শীতের তীব্রতা টের পাচ্ছে এ অঞ্চলের মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতবস্ত্র দিয়ে এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।


শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে নুরুস সাবা মিঠু'র সহায়তায় রাজিবপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের কৃত্তনতারি এলাকায় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ১৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার(জ্যাকেট) উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।


কম্বল হাতে পেয়ে হাজেরা বেওয়া, তছিরন বেওয়া ও আমিনা বেগম বলেন, হামরা জারত মরি গেইনো বাহে, কাইয়ো হামার খোঁজ নেয় নাই। কইদিন থাকি আগুন জ্বলেয়া ছাওয়াল পোয়াল নিয়ে কষ্ট করি রাত দিন পার করছি। তোমরা আজ কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে। হামরা দোয়া করি, তোমারগুলের ভাল হইবে।


এ সময় উপস্থিত ছিলেন- ঢুসমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, চিলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান, মোহনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ খ.ম আব্দুল হালিম, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, মোহনগঞ্জ ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বাচ্চু, এসআই আজিজুর রহমান, ওয়াসিম বিল্লাহ্ প্রমুখ।


বিবার্তা/রাফি/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com