কুষ্টিয়ায়
পদ্মা নদীতে জেলের জালে ১০ ফুট লম্বা কুমির
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯
পদ্মা নদীতে জেলের জালে ১০ ফুট লম্বা কুমির
জেলে জালে ধরা পড়া কুমির
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার পদ্মা নদীতে মাছ ধরার সময় শরিফুল ইসলাম নামে এক জেলের জালে উঠে এসেছে প্রায় ১০ ফুট লম্বা একটি কুমির।


২৪ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া বালি ঘাট এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে কুমিরটি। তবে জালে কুমির ধরা পড়া নিয়ে অন্য জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।


জেলে শরিফুল বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও পদ্মা নদীতে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী লাগছিল। এরপর বড় বাগাড় মাছ মনে করে জাল কাছে আসার পর দেখতে পাই কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম, পরে কৌশলে ৭ থেকে ৮ জন জাল টেনে নদীর পাড়ে নিই। কুমিরটিকে মাঝে মধ্যেই পাড়ে দেখা যেতো। এ নিয়ে স্থানীয়রা আতঙ্কেও ছিলেন। তবে কুমিরটি তুলতে গিয়ে তাদের জাল ছিড়ে গেছে বলে জানান জেলেরা।


বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বেলা ১টার দিকে জেলেদের কাছ থেকে জালে কুমির ধরা পড়ার বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে যায়। পরে বনবিভাগ কুমিরটি তাদের হেফাজতে নেন। কুমিরটি দেখতে উৎসুক জনতা নদীপাড়ে ভিড় করে।


বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, কুমিরটি লম্বায় ১০ফুটের উপরে লম্বা ও ৩ ফুটের উপরে চওড়া হবে। উদ্ধার হওয়া কুমিরটি আমাদের হেফাজতে আছে। যেহেতু কুমিরটির বসবাস পদ্মা নদীতে তাই গভীর রাতে নদীতে অবমুক্ত করা হবে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com