
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে পাতালট্রেনে ঘুমন্ত এক নারীর গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর মৃত্যু হয়।
ঘটনার শিকার নারীর পরিচয় এখনো জানা যায়নি। আগুন দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর রয়টার্সের।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের ভেতরে বসে ছিলেন। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেন। এর আগে দুজনের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা হতে দেখা যায়নি। এই দুই নারী-পুরুষ একে-অপরকে চিনতেন বলেও মনে হয়নি পুলিশের।
এ ঘটনার খবর পেয়ে স্টেশনে টহলে থাকা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। আর ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, যেখানটায় ওই নারী পুড়ছিলেন, তার থেকে কয়েক কদম দূরে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরে এক ব্যক্তি বসে আছেন। তার পরনে ধূসর রঙের একটি হুডি। গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক দেখা গেছে।
বেঞ্চে বসে থাকা ওই ব্যক্তিই হামলাকারী কি না, তা নিয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পুলিশ বলেছে, ঘটনার সময় ওই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করার কোনো কারণ ছিল না। পুলিশ তখন ওই নারীকে সহায়তার জন্যই ছোটাছুটি করছিল।
পুলিশ বলছে, কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]