
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক ব্যক্তি ঘর থেকে না বের হয়েই জয় করলেন নিজের ‘এভারেস্ট’। নাম তার শন প্রিসলি।
নিজের ঘরের ছোট ছোট সিঁড়িকে যেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পরিণত করেছেন শন। সেই সিঁড়িতে টানা প্রায় ২৩ ঘণ্টা ওঠানামা করে এভারেস্টের উচ্চতার সমান দূরত্ব অতিক্রম করেছেন তিনি। এর মধ্য দিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।
একসময় তীব্র মানসিক সমস্যার সঙ্গে লড়াই করেছেন শন। বিশেষ করে করোনা মহামারির সময় অনেক বেশি ভুগতে হয়েছিল তাঁকে। এ কারণে একসময় সিদ্ধান্ত নেন, মানসিকভাবে ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানোর। আত্মহত্যা ঠেকাতে একটি তহবিল গঠনের স্বপ্ন ছিল তাঁর। আর এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই বিশ্ব রেকর্ড গড়ার বিষয়টি মাথায় আসে শনের।
নিজের বাড়ির সিঁড়িতে টানা প্রায় ২৩ ঘণ্টা ওঠানামা করে ২৯ হাজার ৩১ ফুট সাড়ে ৫ ইঞ্চি উচ্চতার সমান পথ অতিক্রম করেন শন গ্রিসলি। সিঁড়ি দিয়ে ওঠানামা করে সবচেয়ে দ্রুততম সময়ে এভারেস্টের উচ্চতার সমান পথ পাড়ি দেওয়ায় গিনেস বুকে নাম উঠেছে তাঁর।
শন রেকর্ড গড়ার প্রক্রিয়াটি ইউটিউবে লাইভস্ট্রিম করেছেন। এটি শেষ করতে তাঁর সময় লেগেছে ২২ ঘণ্টা ৫৭ মিনিট ২ সেকেন্ড।
শন গ্রিসলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি এই রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিই। কারণ, এর আগে কেউ তা করেননি। আমি আত্মহত্যা ঠেকাতে অর্থ সংগ্রহ করতে চাইতাম। একসময় ভেবে দেখলাম, এ দুটি লক্ষ্যকে মিলিয়ে একটি বড় লক্ষ্যে পরিণত করতে পারি। কোভিড-১৯ মহামারি যখন প্রায় শেষ হয়ে আসছিল, তখন আমি ভয়াবহ মানসিক সমস্যা এবং বেশ কিছু জটিলতার সঙ্গে লড়াই করছিলাম। এ কারণে অনুদান সংগ্রহের বিষয়টি আমার কাছে অনেক বেশি আবেগের।’
এই রেকর্ড গড়ার জন্য নিজেই কিছু নিয়ম যোগ করেছেন শন। এর মধ্যে একটি হলো, ওঠানামার সময় সিঁড়ির রেলিং ধরা যাবে না। তাঁর ভাষায়, ‘এভারেস্টে চড়ার সময় তো আপনি সেটি (রেলিং) পাবেন না।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]