
চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু বিমানটি ২০ মিনিট আকাশে উড়ার পর ফের শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলাম গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক সমস্যায় বিমানের এসি কাজ না করায় বিমানটি ফিরে আসে। পরে বিকল্প ফ্লাইটে যাত্রীদের নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ফ্লাইটটি ছাড়ার আগে থেকে এসি কাজ করছিল না। বিষয়টি ফ্লাইট-সংশ্লিষ্টদের জানালেও তারা গুরুত্ব না দিয়ে সেই অবস্থাতেই বিমানটি উড্ডয়ন করে। পরে আকাশপথে যাত্রীদের হইচই শুরু হলে পাইলট দ্রুত ফ্লাইটটিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এদিকে, এই ফ্লাইটের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে অন্যান্য ফ্লাইটগুলো দেরিতে ছেড়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২১টি বিমান রয়েছে। তার মধ্যে পাঁচটি এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবা দিয়ে থাকে সংস্থাটি। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি ফ্লাইট পরিচালনা করেন বিমান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]