
তিন বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার গায়লা গুইশার্ড নামের এক নারী দ্বিতীয়বার লটারি জিতেছেন।
গায়লা গুইশার্ড প্রথমবার এক লাখ মার্কিন ডলার জিতেছিলেন। এবার তিনি জিতলেন ১০ লাখ ডলারের লটারি।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্মিথফিল্ড এলাকার গায়লা গুইশার্ড ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষকে বলেছেন, তিনি ভার্জিনিয়া মিলিয়নসের টিকিট কিনেছিলেন রাজ্যের আইল অব উইট কাউন্টির ক্যারলটন বুলভার্ডের রেসওয়ে স্টেশনের একটি দোকান থেকে।
গায়লা বলছিলেন, তিনি ঘঁষে টিকিটের নম্বর বের করার পর অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা হয়।
লটারিজয়ী এই নারী বলেন, ‘লটারি ঘঁষে নম্বর পাওয়ার পর আমি চিৎকার করে উঠলাম। শুধু আমি নই, আমরা যাঁরা একসঙ্গে ছিলাম, সবাই চিৎকার করে উঠল।’
গায়লা বলেন, সবার একসঙ্গে চিৎকারের ফলে চারদিক থেকে লোকজন এসে জড়ো হয়ে গেল। তারা জানতে চাইল, এখানে কোনো সমস্যা হয়েছে কি না।
গায়লা বলেন, ‘আমরা জনতাকে আশ্বস্ত করে বললাম, নাহ, কিছু হয়নি। আমরা সবাই নীরব হয়ে গেলাম।’
গায়লা ২০২১ সালে ভার্জিনিয়াস নিউ ইয়ার্স মিলিয়নিয়ার র্যাফল জিতেছিলেন। সেখানে তিনি জেতেন এক লাখ মার্কিন ডলার।
ঠিক তিন বছর পর গায়লা আবার লটারি জিতলেন। এবার বাজিমাত। জিতলেন ১০ লাখ ডলার। তবে এই অর্থ তিনি কীভাবে ব্যয় করবেন বা তাঁর কোনো পরিকল্পনা আছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানাননি তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]