
সমাজমাধ্যমে অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা এক কোটির কাছাকাছি। অনুরাগীর সংখ্যার নিরিখে বহু খ্যাতনামীকে টেক্কা দিচ্ছে জিফ্পম।
সমাজমাধ্যমে যে সব পোষ্যের অ্যাকাউন্ট রয়েছে, তাদের মধ্যে উপার্জনের ক্ষেত্রে প্রথমে রয়েছে জিফ্পম।
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার প্রথম সারিতে রয়েছে ফেসবুক-কর্তা মার্ক জাকারবার্গের নাম। জিফ্পমের খ্যাতি নজরে পড়েছে জাকারবার্গেরও।
জিফ্পমের আয়ের একমাত্র উৎস সমাজমাধ্যম। ইনস্টাগ্রামের পাতায় এক একটি পোস্ট করে প্রায় ১০ লক্ষ টাকা উপার্জন করে সে।
২০১৩ সালে আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেটি পেরির ‘ডার্ক হাউস’ গানটির ভিডিয়োয় প্রথম দেখা যায় জিফ্পমকে। কয়েক সেকেন্ডের আবির্ভাবে সকলের মনে জায়গা করে নেয় সে।
জিফ্পম হল পোমেরিয়ান প্রজাতির একটি কুকুর। অনেকের মতে, জিফ্পম সাম্প্রতিক কালে নেটপাড়ায় সবচেয়ে মিষ্টি কুকুর।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]