বাড়িতে হঠাৎ হরিণের হুলস্থূল
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২২
বাড়িতে হঠাৎ হরিণের হুলস্থূল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে আশ্চর্য এক ঘটনা ঘটেছে। নিজের বাড়ির ভেতর হাঁটছেন বাড়ির মালিক কোর্টনি হক, আচমকা সামনে দেখতে পেলেন একটি হরিণ।


হরিণটি বাড়িতে ঢুকতে গিয়ে আহত হয়। এর শরীরের ক্ষত থেকে রক্ত পড়ছিল। তাই হরিণটি কোথায় রয়েছে, তা চিহ্নিত করা বেশ সহজ হয়ে ওঠে কোর্টনি হকের জন্য। মেঝে থেকে দেয়াল পর্যন্ত সব জায়গায় রক্তের দাগ ছিল।


কী করতে হবে, তা বুঝতে না পেরে হক ৯১১-তে ফোন করেন। আর সেই ফোনে সাড়া দিয়ে হাজির হয়েছিল থানার পুলিশ।


পুলিশ প্রথমে চেষ্টা করেছিল হরিণটি যেন নিজে থেকেই বের হয়ে যায়। কোর্টনি হক বলেন, হরিণটি প্রথমে দৌড়ে বাথরুমে ঢুকে পড়েছিল। তখন পুলিশ বাথরুমের জানালায় শব্দ করে এটিকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে এটি বেরিয়ে যায়। এতে উল্টো হরিণটি উত্তেজিত হয়ে পড়ে। তারা হরিণটি বাড়ি থেকে তাড়াতে হাতের লাঠি ব্যবহার করে। এবার হরিণটি দৌড়ে শোবার ঘরে যায়। এ সময় হরিণটি ঘরের কিছু জিনিসপত্র তছনছ করে।


বাড়ির মালিক কোর্টনি হক এবিসিকে বলেন, ‘আমি দরজা খুলে ভেতরে যেতেই প্রায় ১৫ ফুট দূরে দেখি, একটি হরিণ আমার দিকে তাকিয়ে আছে। দুই পক্ষই ১৫ থেকে ৩০ সেকেন্ড তাকিয়ে ছিলাম। কারণ, আমি বুঝতেই পারছিলাম না হরিণ কীভাবে আমার রান্নাঘরে ঢুকল।’


এরপর বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করে কোর্টনি হক বুঝতে পারলেন, হরিণটি সামনের দিকের একটি জানালা দিয়ে এসেছে।


কোর্টনি হক বলেন, ‘আগের রাতে আমি বন্ধুর বাসায় ছিলাম। সেখান থেকে রোববার বিকেল পাঁচটার দিকে বাড়ি ফিরি। তার মানে, ২৪ ঘণ্টা ধরে এটি আমার বাড়ির ভেতরে বিচরণ করেছে।’


ফক্স২৬-কে কোর্টনি হক বলেন, ‘আমার ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। এরপর সে সিংকে পানির কল চালু করে দিল। সবকিছুর ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছিল। হরিণটিকে বাড়ি থেকে বের করতে দুই ঘণ্টার মতো লেগেছিল।’


বাড়ির মালিক আরও বলেন, পরে পুলিশ হ্যারিস কাউন্টির শেরিফের দপ্তরের পশুসম্পদ ইউনিটে ফোন দেয়।


হ্যারিস কাউন্টি লাইভস্টকের এক কর্মকর্তা হরিণটিকে ট্রাংকুলাইজার বন্দুক দিয়ে গুলি করে অচেতন করে নিয়ে যান এবং পরে ছেড়ে দেওয়া হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com