
দ্য অ্যামেরিকান কেনেল ক্লাব (একেসি) এর সংগ্রহে যোগ হয়েছে ডোবারম্যান ও ম্যানচেস্টার টেরিয়ারের মিক্সড প্রজাতি নতুন জাতের কুকুর ল্যাঙ্কাশায়ার হিলার। এটি ক্লাবের ২০১তম ব্রিড। বেশ স্মার্ট এবং মালিকের প্রতি অনেক বেশি অনুগত কুকুরটি আকারে ছোট হলেও বেশ শক্তিশালী।
এক বিবৃতিতে একেসি বলেছে, এই প্রজাতির কুকুর আকারে ছোট হলেও বেশ শক্তিশালী। এরা অন্য কুকুরদের মতো সবসময় ঘুরে বেড়ায় না। তবে খেলাধুলার পাশাপাশি পাহারা দেয়ার ক্ষেত্রে বেশ দক্ষ। সারাদিন কঠোর পরিশ্রম করতে পারে। এমনকি মালিকের পাশে বসে টিভিতে রাতের সংবাদও দেখবে।
অ্যামেরিকায় ল্যাঙ্কাশায়ার হিলার ক্লাবের প্রেসিডেন্ট শেরিল ব্র্যাডবারি ২০০১ সালে একেসি ফাউন্ডেশন স্টক সার্ভিসে যোগদানের পর থেকে এই ব্রিডকে স্বীকৃতি দিতে সহায়তা করেছেন বলে জানিয়েছে একেসি।
ছোট জাতের এই কুকুরটিকে এক ধরণের কর্গিও বলা যায়। এগুলোর ওজন ৯ থেকে ১৭ পাউন্ড হয়ে থাকে। ১২ থেকে ১৫ বছরের মতো বাঁচে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]