ব্যায়াম করতে সাইনবোর্ডের উপর!
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১০:৪৭
ব্যায়াম করতে সাইনবোর্ডের উপর!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ওডিশা রাজ্যের বোলানগির জেলার পাটনাগড়ে চক্ষু চড়কগাছ হওয়ার মতো কাণ্ড ঘটেছে। সম্বলপুরী মাহানি নামের একটি আইডি থেকে ভিডিও পোস্ট করা হয়েছে।


ভিডিওতে দেখা যায়, নির্ভয়ে শরীর চর্চা করে যাচ্ছেন ওই ব্যক্তি। লোহার তৈরি খুঁটির ওপর বসানো সাইনবোর্ডের ওপর নয়বার পুশ-আপ দেন তিনি। ওই ব্যক্তির শরীরচর্চা দেখতে মহাসড়কের দুই পাশে অনেক মানুষ জড়ো হয়ে যান।


ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়েছে, ‘যখন দেশি মদ খাওয়ার পর আমাদের একটু বেশিই নেশা হয়।’


গত ৩০ এপ্রিল এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়। এটি সাত লাখের বেশিবার দেখা হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন প্রায় ৪০০ ব্যবহারকারী।


একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেছেন, বেচারা জানেনই না জিমটা কোথায়। এর চেয়ে সড়কে শুয়ে পড়াই তাঁর জন্য ভালো ছিল। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, রোববার জিম বন্ধ থাকে বলে ব্যায়ামের একটি জায়গা খুঁজে বের করেছেন তিনি। যাহোক, বুদ্ধিটা ভালোই!


তৃতীয় আরেক ব্যবহারকারীকে অবশ্য ভিডিওতে এই শরীরচর্চাকারীকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি লেখেন, ভিডিওটি তিনবার দেখার পর চোখে পড়ল, ওপরে কেউ একজন আছেন।


অবশ্য ভিডিওটির পোস্ট করার সময় বলা হয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ মনোযোগ আকর্ষণকারী কাজকে উৎসাহিত করার কোনো কারণ নেই। কেবল মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি পোস্ট করা হয়েছে।


সূত্র : এনডিটিভি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com