প্রথম বিশ্বযুদ্ধে পাঠানো চিঠি, পৌঁছাল ১০০ বছর পর
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০
প্রথম বিশ্বযুদ্ধে পাঠানো চিঠি, পৌঁছাল ১০০ বছর পর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিঠিতে বছরের জায়গায় ‘১৬’ লেখা রয়েছে। তাই আমরা মনে করেছিলাম এটা হয়তো ২০১৬ সালের চিঠি। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্ট্যাম্পটা রানীর সময়ের নয়, এটা রাজার। বলেন ফিনলে গ্লেন।


২৭ বছর বয়সী গ্লেন জানান, যখন আমার বুঝতে পারলাম চিঠিটি অনেক পুরোনো, তখন এটিকে খোলা ঠিক হয়েছে বলে মনে হয়।


চিঠিটি পোস্ট করা হয়, ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু একশ বছরের বেশি সময় পর এটি দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোডের একটি বাড়ির ঠিকানায় এসে পৌঁছায়।


১০০ বছর পর গন্তব্যে চিঠি পাওয়ায় সেখানকার বর্তমান বাসিন্দারা হতবাক হয়েছেন।


খামে রাজা পঞ্চম জর্জের মাথায় এক পেন্সের স্ট্যাম্প রয়েছে। চিঠিটি প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে পাঠানো হয়েছিল, যা রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মের এক দশকেরও বেশি আগে।


ফিনলে বলেন, চিঠিতে বছরের জায়গায় ৬ ফেব্রুয়ারি ১৬ লেখা রয়েছে। তাই আমরা মনে করেছিলাম এটা হয়তো ২০১৬ সালের চিঠি। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্ট্যাম্পটা রানীর সময়ের নয়, এটা রাজার।


যুক্তরাজ্যের পোস্টাল সার্ভিস আইন-২০০০ অনুযায়ী, নিজের ঠিকানায় না আসা চিঠি খোলা অপরাধ। কিন্তু এক্ষেত্রে যদি অপরাধ হয়, তাহলে ক্ষমা চাইতে রাজি গ্লেন।


চিঠিটির ঐতিহাসিক গুরুত্বের কথা বুঝতে পেরে তিনি স্থানীয় ত্রৈমাসিক ম্যাগাজিন নরউড রিভিউকে দেন।


ম্যাগাজিনের সম্পাদক স্টিফেন অক্সফোর্ড বলেন, চিঠিটির বিস্তারিত আমার কাছে পৌঁছানোয় একজন স্থানীয় ইতিহাসবিদ হিসেবে বিস্মিত ও আনন্দিত হয়েছি।


সূত্র সিএনএন


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com