শিরোনাম
খাবার চুরির দায়ে গেল কোটি টাকার চাকরি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬
খাবার চুরির দায়ে গেল কোটি টাকার চাকরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ মুদ্রায় সাত অঙ্কের বেতন ছিল বছরে৷ ভারতীয় মুদ্রায় নয় কোটি রুপির বেশি৷ চাকরি করছিলেন লন্ডনে সিটিব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারে৷ ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ‘হাই ইল্ড বন্ড ট্রেডিংয়ে' প্রধানের পদে ছিলেন তিনি৷ নাম পারস শাহ৷


ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অফিস ক্যান্টিন থেকে খাবার চুরির দায়ে গত মাসে তিনি চাকরি থেকে বরখাস্ত হন৷ সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, নিজের দায়িত্বে বেশ দক্ষ ও সফল ছিলেন পারস৷ ২০১৭ সালে যোগ দেন সিটিগ্রুপে৷ এর আগে সাত বছর ছিলেন আরেক বহুজাতিক ব্যাংক এইচএসবিসিতে৷ সিটিগ্রুপ তাদের জ্যেষ্ঠ কর্মীদের বোনাস ঘোষণা করার কয়েক সপ্তাহ আগেই চাকরিটি খোয়াতে হলো তাকে৷


তবে ঠিক কতবার পারস ক্যান্টিন থেকে খাবার চুরি করেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি৷ এই বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি পারস কিংবা সিটিগ্রুপের কেউই৷


ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ৩১ বছর বয়সী পারস গোটা ইউরোপের মধ্যে তার পদে সর্বোচ্চ বেতনধারীদের একজন ছিলেন৷ গেল বছরের শেষ প্রান্তিকে সিটির ট্রেডিং বিভাগের লেনদেন বেড়েছে ৪৯ ভাগ৷ যা কোম্পানির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ছিল৷ তারপরও কেবল খাবার চুরির দায়েই চাকরিটি হারাতে হয়েছে পারসকে৷


এদিকে পারসের বরখাস্ত হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম৷ তাকে ভারতীয় হিসেবে উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়া টুডে৷ তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি মূল খবরটি প্রকাশকারী ফিন্যান্সিয়াল টাইমস৷


যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তাদের বরাবরই কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয়৷ ব্যক্তিগত বিভিন্ন আচরণের কারণে সেখানে জ্যেষ্ঠ কর্মীদের এমন চাকরি হারানোর খবরও নতুন নয়৷ ২০১৬ সালে সহকর্মীর বাইকের পাঁচ পাউন্ড মূল্যের একটি যন্ত্রাংশ চুরির দায়ে জাপানের মিজুহো ব্যাংকও লন্ডনে তাদের এক ব্যাংকারকে বরখাস্ত করে৷


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com