শিরোনাম
প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৮:০১
প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণে প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম-উল-হক।


আগামী ৩০ জুলাইয়ের পর পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেট তারকা ইনজামাম-উল হক।


বিশ্বকাপে পাকিস্তান দল সন্তোষজনক ভালো করতে পারেনি।সেই রেশ ধরেই বুধবার এক সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আমি মনে করি, এটা পদত্যাগেরই সময়।আমি আমার মেয়াদ শেষ করব। আর সেটা শেষ হবে ৩০ জুলাই।


তিনি বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বলব, আমি আমার পদে আর থাকতে চাই না।২০১৬ সালে এই পদে যোগ দেয়ার পর খুবই ভালো সময় কাটিয়েছি।আমার মনে হয় এখনই পদ থেকে সড়ে যাওয়ার সঠিক সময়।


পিসিবি আমাকে এই পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com