
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ভারত। সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ফেরানোর পর বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি। তার সঙ্গী লোকেশ রাহুলতেও অসাধারণ এক ডেলিভারিতে তুলে নিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। আর এবার সোজঘরে গেলেন কোহলিও।
রুবের অসাধারণ সেই ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লোকেশ। মুশফিকের নেয়া ক্যাচটিও কিন্তু ছিল দুর্দান্ত। ৯২ বলে ৭৭ রান করে ফেরেন লোকেশ।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩৮.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৭। ৯ রান নিয়ে ব্যাট করছেন তিন নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি। রিশাভ পান্ত নেমেছেন চার নম্বরে।
স্কোর: ৩৬ ওভারে ২১৭/২।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]