শিরোনাম
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ১৫:১১
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন- এমন সমীকরণ নিয়েই আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।


টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।


মাত্র ৪৮ ঘণ্টা আগেই এজবাস্টনের এই উইকেটেই অনুষ্ঠিত হয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচ। সে কারণে টসে জিতলে আগে ব্যাটিং বেছে নেবেন না বোলিং- তা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।


তবে টস করতে নেমে হারতে হলো মাশরাফিকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ, ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ


তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।


ভারতীয় একাদশ


রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com