
স্প্যানিশ সুপারকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেই সঙ্গে কাতালানদের হয়ে প্রথম শিরোপার দেখা পেয়েছেন হ্যান্সি ফ্লিক। এর মধ্যেই বড় একটি দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে রক্ষণভাগের বড় ভরসা ইনিগো মার্টিনেজকে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে শুরুর একাদশে ছিলেন মার্টিনেজ। কিন্তু অস্বস্তির কারণে ২৯ মিনিটেই মাঠ ছাড়তে হয়। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশিতে চিড় ধরেছে তার। যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন তিনি। হ্যান্সি ফ্লিকের বর্তমান প্লেয়িং স্টাইলের বড় অংশই ছিলেন মার্টিনেজ। কিন্তু অন্তত দেড়মাসের জন্য তার সার্ভিস পাবে না বার্সেলোনা। যা বড় ধাক্কা দলটির জন্য।
স্প্যানিশ এই ডিফেন্ডারকে ছাড়া ৯টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। যেখানে রয়েছে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া এবং সেভিয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে আছে আতালান্টা এবং বেনফিকার বিপক্ষে ম্যাচও।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]