
আলোচনা-সমালোচনার মাঝে অবশেষে আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা দিলেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।
৮ অক্টোবর, মঙ্গলবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচকে সামনে রেখে দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে অবসরের কথা জানান তিনি।
এর আগে, ২০২১ সালের জুলাইতে টেস্ট থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ। এবার টি২০-কে বিদায় বললেও আপাতত আরও কিছুদিন ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে বিদায় নেবেন ‘সাইলেন্ট কিলার’।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০ তে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই ফরম্যাটে যাত্রা শুরু হয় তার। এরপর এখন পর্যন্ত ১৩৯ ম্যাচে রিয়াদ করেছেন ২ হাজার ৩৯৫ রান।
মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ২০২১ টি২০ বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তার নেতৃত্বে ৪৩ ম্যাচে ১৬টি জয় পায় টাইগাররা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]