মেসি ফিরলেও দুর্দশায় আর্জেন্টিনা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৫:১১
মেসি ফিরলেও দুর্দশায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইনজুরি কাটিয়ে দুই মাসের বেশি সময় পর আর্জেন্টাইন স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। তবে তিনি ফিরলেও স্বস্তিতে নেই দলটির কোচ লিওনেল স্কালোনি। কারণ একের পর এক তারকা ফুটবলারদের চোট। ইনজুরির কারণে দলে নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া নতুন করে ইনজুরিতে পড়েছেন আরও তিন ফুটবলার।


শুরুটা নিকোলাস গঞ্জালেসকে দিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন জুভেন্টাসের এ ফরোয়ার্ড।


ম্যাচের ১০ মিনিটে অস্বস্তি বোধ করেন তিনি। প্রাথমিক চিকিৎসাকে সুস্থ না হওয়ায় মাঠ থেকে তাকে তুলে নিতে বাধ্য হন ইতালিয়ান ক্লাবটি কোচ। পরে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয় লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকোলাস। বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে খেলতে পারবেন না আর্জেন্টিনার জার্সিতে পরের দুই ম্যাচে।


এরপর চোটে পড়েন পাওলো দিবালা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইনজুরির কথা নিশ্চিত করে এএফএ। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়ার কথাও জানায় দেশটির ফুটবল সংস্থা। তবে এ ফরোয়ার্ডের ইনজুরির ঘটনা দুঃখজনক।


অন্যদের মতো ম্যাচ খেলতে গিয়ে নয়, নিজ ক্লাব রোমার অনুশীলনে চোটে পড়েন তিনি। খুব বেশি দিন হয়নি ইনজুরি মুক্ত আর্জেন্টাইন স্কোয়াডে ফেরেন মার্কোস আকুনা। তবে আবার ইনজুরিতে পড়েন এ লেফটব্যাক। তার পরিবর্তে প্রথমবারের জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার জুলিও সোল।


আর সর্বশেষ ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গারনাচো। ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলার বিপক্ষে বাঁ পায়ের হাঁটুতে চোট পান এ ফরোয়ার্ড। ফলে বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচে তাকে পাচ্ছেন না স্কালোনি।


চলতি মাসে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১১ অক্টোবর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আর ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে লড়বে স্কালোনির শিষ্যরা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com