কে জিতবেন ব্যলন ডি’অর?
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০০
কে জিতবেন ব্যলন ডি’অর?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি আর ৫বার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। তবে ২০২৪ সালে ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে নতুন প্রজন্মের তারকা ফুটবলাররা।


সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দু’টি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেব নিকেশে এসেছে বড় পরিবর্তন। এবারের ব্যালন ডি’অরে বড় ভূমিকা রেখেছে ইউরো। হ্যারি কেইন-জুড বেলিংহ্যামের স্বপ্ন ভেঙে নায়ক বনে গেছেন স্পেনের রদ্রি। এছাড়া দানি ওলমো ও লামিনে ইয়ামালও আছেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে।


এদিকে কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার বাছাই করলেন ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য শীর্ষ দুই। গ্রাহাম হান্টার বলেন, শীর্ষ দুই হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রি থেকে। পরবর্তী সেরা শ্রেণীর খেলোয়াড়দের মধ্যে থাকা উচিত জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, টনি ক্রুস এবং লামিন ইয়ামাল।


শীর্ষ তিনে থাকা দুই জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। যেখানে নেই মেসি ও রোনালদো।


এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাওতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আর্লিং হাল্যান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com