
পাকিস্তানের সাথে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল (২১ আগস্ট) সকাল ১১টা থেকে। দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ।
দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশে দেখাবে দুই বেসরকারি টিভি চ্যানেল। টি স্পোর্টস ও জিটিভির পর্দায় দেখা যাবে শান্ত-সাকিবদের ম্যাচ। ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে দুই গণমাধ্যম।
পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশই প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ।
বাংলাদেশ দলে এই ম্যাচে থাকছেন না মাহমুদুল হাসান জয় এবং তাসকিন আহমেদ। পেসার তাসকিন অবশ্য দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন।
২১ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]