বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু বদল
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৮:১০
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু বদল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা। তবে সিরিজ শুরুর আগে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বদলে যাচ্ছে দুই দলের সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু।


বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা করাচিতে। তবে পিসিবি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, করাচি থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে রাওয়ালপিন্ডিতেই নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, এই সিরিজের দুইটি ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


করাচি থেকে ভেন্যু সরিয়ে নেয়ার কারণ, সেখানকার স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করাচি স্টেডিয়ামে সংস্কারকাজ কাজ শুরু করেছে পিসিবি। এর আগে সংস্থাটি জানিয়েছিল, সংস্কারকাজ চলমান থাকায় সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে দর্শকরা থাকতে পারবেন না।


সংস্কারকাজ চলমান থাকা অবস্থায় কেন সেই স্টেডিয়ামেই ম্যাচ আয়োজন করতে হবে, অন্য কোনো স্টেডিয়ামে কেন নয়- এসব কারণে পিসিবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com