অ্যাডিলেইডের কাছে হেরে রানার্স-আপ বাংলাদেশ এইচপি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৮
অ্যাডিলেইডের কাছে হেরে রানার্স-আপ বাংলাদেশ এইচপি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৭০ রানের লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিংয়ের কাতারে। তবে দুই ওপেনার তামিম ও জিশানে চড়ে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ এইচপি দল। তবে তা ধরে রাখতে পারলো না মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ থামে ১৩৭ রানে। এতেই ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে রানে ৩২ হারল আকবর আলীর দলটি।


মুরারা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক আকবর আলী। সেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় অ্যাডিলেইড।


চ্যালেঞ্জিং সেই সংগ্রহ তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলমে চড়ে শুরুটা ভালো পায় এইচপি দল। ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ২৮ রানে। তবে পরের ওভারেই সাজঘরের রাস্তা মাপেন জিশান। তবে তামিম টিকে ছিলেন ইনিংস অর্ধ পর্যন্ত।


একাদশ ওভারে দলীয় সংগ্রহ ৭৩ রানের মাথায় তামিম ফেরেন সর্বোচ্চ ৩৫ রান করে। এরপরে আর কেউই ধরতে পারেননি দলের হাল। শেষ দিকে কেবল ২০ রানের গণ্ডি পেরোয় রাব্বির ইনিংস (২১)। সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে এইচপি দলের সংগ্রহ থামে ১৩৭ রানেই।


এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অ্যাডিলেইড। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়ে ফেরেন ওপেনার জ্যাক উইন্টার। তবে দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস ও টম ও'কনেলের ৫৯ রানের জুটিতে সেই চাপ সামলে নেয় বিগ ব্যাশের দলটি। সেখানে ম্যাথিয়াস ১৯ রানে ফিরলেও অধিনায়ক লিয়াম স্কটকে নিয়ে রানে গতি বাড়িয়ে এগোতে থাকেন ও'কনেল।


শেষ পর্যন্ত তার দলীয় সর্বোচ্চ ৫৩, স্কটের ৩০ এবং শেষদিকে রায়ান কিংয়ের ৩৫ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অ্যাডিলেইড।


সংক্ষিপ্ত স্কোরঃ
অ্যাডিলেইড স্ট্রাইকার্সঃ ১৬৯/৭ (২০ ওভার) (ও’কনেল ৫৩, রায়ান ৩৫, স্কট ৩০; রিপন ২/৩৭, আফিফ ১/১২)


বাংলাদেশ এইচপি দলঃ ১৩৭/১০ (১৯.৫ ওভার) (তামিম ৩৫, রাব্বি ২১; পোপ ২/২০, জর্ডান ২/২২)


ফলাফলঃ অ্যাডিলেইড ৩২ রানে জয়ী


এর আগে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসরের প্রথম পর্বে অ্যাডিলেইডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল এইচপি দল। এবার শিরোপা লড়াইয়েও ম্যাচেও তাদের বিপক্ষে হেরে রানার্স-আপের তকমা নিয়েই আসর শেষ করলো রাব্বি-আফিফরা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com