লিগ কাপ: মেসিহীন মায়ামির বিদায়
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১১:৩২
লিগ কাপ: মেসিহীন মায়ামির বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েই দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁর যাদুকরী পারফর্ম্যান্সেই লিগস কাপের শিরোপা জিতেছিল মেজর লিগ সকারের ক্লাবটি। ১০ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা, সেইসঙ্গে পেয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। আর মেসি যখন অতিমানবীয়, দলের সাফল্য তখন অবধারিত।


লিওনেল মেসি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটা এনে দিয়েছিলেন। তবে এবারে মেসি নেই লিগস কাপে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন এলএমটেন। সেখান থেকে আর সেরে ওঠা হয়নি তার। লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামিও হেরেছে তারকা এই ফুটবলারের অনুপস্থিতিতে।


মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে।


এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com