
পাকিস্তান সফরের পরই আগামী মাসে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে বদলে ফেলা হয়েছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে ভারতের আন্তর্জাতিক সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সূচি প্রকাশ করে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) একটি বিবৃতি দিয়েছে বিসিসিআই।
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে নতুন সূচি অনুযায়ী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়েই গোয়ালিয়রের নতুন স্টেডিয়াম শ্রীমান্ত মাধব্রাও সিন্দিয়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হবে। গোয়ালিয়রে ভারত সবশেষ ম্যাচ খেলেছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে সেই ম্যাচেই প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দ্বি-শতক হাঁকানোর রেকর্ড গড়েন।
এছাড়া আগামী বছরের জানুয়ারিতে পাঁচ টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। ওয়ানডে ম্যাচগুলো আগের সূচিতে অনুষ্ঠিত হলেও পরিবর্তন আনা হয়েছে প্রথম দুই টি-টোয়েন্টি ভেন্যুতে। ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিবর্তিত সূচি অনুযায়ী হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আর দ্বিতীয় ম্যাচটি হবে চেন্নাইয়ে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]