
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী।
৮ আগস্ট, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাফুফে।
২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী।
শুরু থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন এই সাবেক ফুটবলার।
আগামী অক্টোবর মাসে বাফুফেতে নতুন করে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]