
প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ বিতর্কিত এক কাণ্ডে জড়িয়েছেন। কোকেন কেনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি (এওসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৭ আগস্ট, বুধবার নিষিদ্ধ মাদক কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের এই সদস্য। মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। দুই জনই প্যারিস পুলিশের হেফাজতে রয়েছেন।
টোকিয়ো অলিম্পিকের পুরুষদের হকিতে রূপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্যারিসে তারা সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই হতাশা আরও বাড়িয়ে দিলেন ক্রেগ।
প্যারিস পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একটি আবাসনের নিচে নিষিদ্ধ মাদক বিক্রি করছিল এক যুবক। তার কাছে কোকেনসহ বিভিন্ন রকমের নিষিদ্ধ মাদক ছিল। প্রায় ৭৫টি কাগজের মোড়ক পাওয়া গিয়েছে। সিন্থেটিক ড্রাগও পাওয়া গিয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ সেই যুবকের কাছ থেকে ১ গ্রাম কোকেন কিনতে যান ক্রেগ। সে সময় দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে।’
মাদক বিক্রেতার বয়স ১৭ আর অস্ট্রেলিয়ার হকি মিডফিল্ডারের বয়স ২৯। তাই নাবালকের কাছ থেকে নিষিদ্ধ মাদক কেনার অভিযোগও দায়ের হয়েছে তার বিরুদ্ধে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]