রিয়ালের অনুশীলনে এমবাপ্পে
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১৬:০৩
রিয়ালের অনুশীলনে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত মৌসুম শেষে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে জমকালো আয়োজনে তাকে বরণ করে নিয়েছেন ক্লাব প্রশাসন ও সমর্থকরা। দুই মাস আগে যোগ দিলেও প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে পাওয়া যায়নি। তবে নতুন মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ সামনে রেখে প্রথমবারের মত রিয়ালের আনুষ্ঠানিক অনুশীলন সেশনে যোগ দিয়েছেন এই ফরাসি তারকা।


ইউরো ২০২৪ শুরুর আগে গত জুনের শুরুতেই এমবাপ্পেকে পাঁচ বছতের চুক্তিতে পিএসজি থেকে দলে টানে রিয়াল। ইউরোর পর গত জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ছুটিতে চলে যান ২৫ বছর বয়সী এমবাপ্পে।


তাতে রিয়ালের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে অংশ নেওয়া হয়নি এমবাপ্পের। তবে তখনই কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, ইউয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সাবেক পিএসজি তারকাকে দেখা যেতে পারে। সেটা সামনে রেখেই বুধবার রিয়ালের অনুশীলনে যোগ দিয়েছেন এমবাপ্পে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com