দলের সঙ্গে দেশে ফিরছেন না লিটন ও সৌম্য
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ২০:৪৮
দলের সঙ্গে দেশে ফিরছেন না লিটন ও সৌম্য
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি২০ বিশ্বকাপ শেষ করে আগামী শুক্রবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ অ্যান্টিগা থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মায়ামি পৌঁছাবেন নাজমুল হোসেন শান্তরা।


টাইগারদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে মঙ্গলবারেই। বাংলাদেশ দলের আগামীকাল ২৮ জুন (শুক্রবার) সকাল ৮ টায় ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন কুমার দাস ও সৌম্য সরকার এই প্লেনে দেশে ফিরছেন না।


তবে ২৯ তারিখে তারা আলাদাভাবে ফিরবেন বলে জানা গিয়েছে। দেশের ফেরার পর দলের সবাইকেই প্রায় দুই সপ্তাহের ছুটি দেওয়া হবে। তখন যার যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণের অনুমতি আছে। দলের ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে যাবেন দলের কোচিং স্টাফের সদস্যরাও। আগামী ১৯ জুলাই সকলের বাংলাদেশে ফেরার কথা।


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিদেশি কোচিং স্টাফরা ঢাকায় ফিরবেন ১৯ জুলাই। তারা কাজে যোগ দিয়ে টেস্ট দল প্রস্তুত করবেন পাকিস্তান সফরের জন্য। আগস্টে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।


সেপ্টেম্বর-অক্টোবরে দুই টেস্ট, তিন টি২০ খেলতে ভারত সফর করবে দল। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় হবে দুই টেস্টের সিরিজ। হোম সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের টানা খেলা। মাঝে বিপিএল মাঠে থাকবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com