
প্রথমার্ধে কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোল করতে দিলো না চিলি। লিওনেল মেসিদের অনেকগুলো গোলের চেষ্টা রুখে দিয়েছে চিলির ডিফেন্স এবং গোলরক্ষক ক্লদিও ব্রাভো। মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮৩ হাজার দর্শককে হতাশ করলে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।
কানাডার বিপক্ষে দারুণ জয় দিয়ে এবারের কোপা আমেরিকা শুভযাত্রা শুরু করে আর্জেন্টিনা। অন্যদিকে পেরুর সঙ্গে ড্র করেছিল চিলি। কানাডার বিপক্ষের প্রথমার্ধের মতোই চিলির বিপক্ষেও গোলশূন্য কাটালো আর্জেন্টিনা।
মেটলাইফ স্টেডিয়ামে ২০১৬ সালে এই চিলির বিপক্ষে হেরেই কোপা শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার।
ম্যাচের শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে নিকো গঞ্জালেজের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের বাঁ-পায়ের শট রুখে দেন ব্রাভো।
২৮ মিনিটে এনজো ফার্নান্দেজের শট রুখে দেন ব্রাভো। ৩০ মিনিটে ডি-বক্সের বাইরে খালি জায়গায় বল পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। কিন্তু তিনি সোজা গোলরক্ষকের হাতে বল মারেন।
৩৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার লিওনেল মেসির দারুণ শট গোলবারের লেগে প্রতিহত হয়। অতিরিক্ত সময়ে রদ্রিগো ডি পলের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে আর কোনো দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে না পারলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]